রামনগর ১: সদ্যোজাত শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা দীঘা হসপিটালে,চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের,ঘটনাস্থলে পুলিশ
সদ্যোজাত শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা দীঘা হসপিটালে, পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশুটির,গত চারদিন আগে কঙ্কনেস্বর গ্রামের প্রসূতি দেবী সেনাপতি ভর্তি হন হসপিটালে,আজ সন্তান প্রসবের পর দুপুরে জানানো হয় শিশুটি কাঁদছে না অক্সিজেন রাখা হয়েছে, শিশুর পরিবারের দাবি গতকালই শিশুর মৃত্যু হয়েছে, ডাক্তার মিথ্যা কথা বলেছে,শিশু মৃত্যুর খবরছড়িয়ে পড়তে ই বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের আত্মীয়-স্বজনরা