বারাসাত ১: শুধু লক্ষীর ভান্ডার নয়, পুজোর অনুদানও পেল দত্তপুকুর কালাচাঁদ পাড়া অধিবাসীবৃন্দ, খুশিতে আত্মহারা পুজো কমিটির সদস্যরা
উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের দত্তপুকুর কালা চাঁদপাড়া অধিবাসী বৃন্দ দুর্গাপুজো কমিটি। ২০২৪ সালে প্রথম দত্তপুকুর কালাচাঁদপাড়া এলাকার স্থানীয় প্রায় আনুমানিক ৭০ জন মহিলা তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে শুরু করেন দুর্গাপুজো, ছিলনা কোন সরকারি পুজো অনুদান যার কারণে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য কার্যকলাপে কিছুটা পিছপা হতে হতো তা