সোনামুড়া: গাজা কাটিং অব্যাহত রেখেছে যাত্রাপুর থানা আরাক্কা বাহিনীর জোয়ানরা
শনিবার সাত সকালে থলি বাড়ি এডিসি ভিলেজ এলাকার জঙ্গলে গিয়ে চারটি প্লটে সর্বমোট ৭ হাজারের মতো গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে বলে যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধন জানেন। এই নিয়ে চলতি মৌসুমে অষ্টম দফা গাজা কাটিং হয়। অন্যান্য বছরের তুলনায় ধারণা করা হচ্ছে থানা এলাকায় নয় শুধু গোটা সোনামুড়া মহকুমা জুড়ে গাজা বাগানের রমরমা চলছে।