ফরিদপুর দুর্গাপুর: কাদা রোড অয়েলম্যান কলোনির আখড়ার পক্ষ থেকে নবমী উপলক্ষে রেলি, এই রেলির মাধ্যমে সম্প্রীতির বার্তা দিলেন কংগ্রেস নেতা
কাদা রোড অয়েলম্যান কলোনির আখড়ার পক্ষ থেকে নবমী উপলক্ষে রেলি বার করা হলো বুধবার দুপুর দেড়টায়। রেলি শুরু হওয়ার আগে গান বাজনা পারফরমেন্স ও কুস্তি লড়াই হল। তার সাথে সাথে বিশিষ্ট ব্যক্তিদের পাগড়ী পড়ানো হলো। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখার্জি, কংগ্রেস নেতা তরুণ রায় সহ বিশিষ্ট জনেরা। বর্ণাঢ্য শোভাযাত্রায় নবমীর র্যালি বের হয়। এই র্যালিতে ঘোর সাওয়ারি সহ নাচ-গান ও রাম লক্ষণ সীতা ও হ