খোয়াই: সুভাষপার্কে জমে উঠেছে লক্ষ্মী পূজোর বাজার
Khowai, Khowai | Oct 5, 2025 সুভাষ পার্কে জমে উঠেছে লক্ষ্মী পূজোর বাজার এদিন দুপুর ১২ টা নাগাদ সুভাষ পার্ক চৈত্র মেলার মাঠে লক্ষ্মী প্রতিমার পাশাপাশি কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে লক্ষ্মী পূজার বাজারে ক্রেতা সাধারণের ভালো ভিড় পরিলক্ষিত হয়। দাম কত বছরের মতোই রয়েছে। কিছুটা হেরফের রয়েছে। চৈত্র মেলার মাঠে বিভিন্ন সাজের লক্ষ্মী প্রতিমা নিয়ে বসেছেন মৃৎশিল্পীরা। সকাল থেকে ভাল ভীড় রয়েছে।