নানুর: সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপনের গুরুদায়িত্ব পালন করলেন কীর্ণাহারের প্রবীণরা
Nanoor, Birbhum | Oct 26, 2025 কীর্ণাহার কল্লোল ভবনে রবিবার সারাদিন ব্যাপি হয়ে গেল কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন। কবিতা অঙ্কন সঙ্গীত সহ একাধিক বিষয়ের উপর প্রতিযোগিতার পাশাপাশি ছিল শ্রুতি নাটকও। কবির কথা ও আদর্শকে তুলে ধরেন অনেকেই। তবে তাৎপর্যপূর্ণভাবে বছর পাঁচেকের শিশু থেকে সত্তরোর্ধ্ব প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন এদিন।উপস্থিত ছিলেন, জন্ম শতবর্ষ উদযাপন কমিটির জেলা স্তরের সম্পাদক তড়িৎ কুমার ভাদুড়ি, সহ সভাপতি সাজ্জাদ আলী খান,কীর্ণাহার ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান সরেশ।