ফালাকাটা: ফালাকাটার উত্তর দেওগাঁওয়ে রবিবার সন্ধ্যায় তৃণমূল বিজেপি নেতা জনপ্রতিনিধিরা মিলেমিশে পুজোর উদ্বোধন করলেন
দেবী দুর্গার আরাধনায় সবাই এক ছাতার তলায়! আর এভাবেই স্বল্প সময়ের জন্য হলেও মিলিয়ে গেল জাতপাত আর রাজনৈতিক ভেদাভেদ। আনন্দে মেতে উঠলেন সবাই। রবিবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের উত্তর দেওগাঁওয়ে দ্রুতগামী সংঘের ৫০ তম দুর্গোৎসবের সূচনা করেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। সঙ্গে ছিলেন মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রশিদুল আলম। প্রসঙ্গত ওই পুজো কমিটি এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে সমাজসেবামূলক কাজকর্মও করছে। ইতিমধ্যেই রক্তদান শিবির করেছে