কৃষ্ণনগর ১: রাজবাড়ির দশমী — ঐতিহ্যের আবেগে ভাসে কৃষ্ণনগর
শতাব্দী প্রাচীন ঐতিহ্য মেনেই আজও মহিমা ধরে রেখেছে কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজো। এখানে দেবী পূজিত হন “রাজরাজেশ্বরী” রূপে। দশমীর দিন এই বনেদি পুজোয় দেখা যায় এক অন্য আবহ, যেখানে রাজপরিবারের আচার-অনুষ্ঠান আর জনসাধারণের ভক্তি মিলেমিশে যায়।