রামপুরহাট ২: অগ্রহায়ণ মাসে তারাপীঠে রাজ্যের ব্যতিক্রমী কার্তিক পুজো
মন্দির চত্বরে কোনও দেবী মূর্তির পুজোর প্রচলন না থাকলেও নবান্ন উপলক্ষে কার্তিক পুজো হয় মহা ধুমধাম এর সঙ্গে। স্থানীয় বাসিন্দারা সারা বছর নবান্ন উৎসবের জন্যই উৎসুক হয়ে থাকেন।অগ্রহায়ণ মাসে বিশেষ তিথিতে এই নবান্ন উৎসব পালন করা হয়।সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। আর এই তারাপীঠে সব দেবীর উর্ধ্বে মা তারা। যেকারণে তারাপীঠে মা তারা ছাড়া কোনও দেবী মূর্তির পুজো করা হয় না। দুর্গাপুজোর সময় মা তারাকে দুর্গার রূপে,কালীপুজোর সময় কালী রূপে, জগদ্ধাত্রী পু