আলিপুরদুয়ার ১: বীরপাড়ায় জেলা পুলিশ লাইনে পুলিশ শহীদ স্মৃতি দিবস পালন,শহীদ পুলিস কর্মীদের শ্রদ্ধা জানালেন SP সহ অন্য পুলিস কর্তারা
মঙ্গলবার আলিপুরদুয়ার -১ ব্লকের বীরপাড়ায় আলিপুরদুয়ার পুলিশ লাইনে শহীদ স্মরণ অনুষ্ঠানে শহীদ পুলিশ কর্মীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কোচবিহার জেলা পুলিসের আধিকারিকরা।দুপুর দেড়টা পর্যন্ত সেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়।সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘু বংশী সহ অন্য পুলিস কর্তারা।প্রতি বছর ২১ অক্টোবর সারা দেশ জুড়ে পালিত হয় পুলিশ শহীদ স্মৃতি দিবস। ১৯৫৯ সালে এই দিনে চিনা সৈন্যবাহিনীর আক্রমণে শহিদ হয়েছিলেন ১০ জন ভারতীয় পুলিশকর্মী।