তুফানগঞ্জ ১: শিকারপুর এলাকায় পানীয় জলের রিজার্ভারের কাজের শুভ উদ্বোধন হলো
মঙ্গলবার বিকেলে ফিতা কেটে কাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ছোট্টু রবি দাস। এছাড়াও ছিলেন সমাজসেবী সঞ্জীব দাস, নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমলাকান্ত বর্মন সহ অন্যান্যরা। এ ব্যাপারে উপপ্রধান কমলাকান্ত বর্মন জানান স্থানীয়দের দাবি মোতাবেক প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে এই পানীয় জলের রিজার্ভারটি তৈরি হচ্ছে। ওই এলাকার প্রায় তিন হাজারের মতো বাসিন্দা উপকৃত হবে।