বাসন্তী: বাঘের আতঙ্ক ৪ নম্বর গরান বোস এলাকায়। এলাকায় চাঞ্চল্য,ঘটনা তদন্ত শুরু করছে বনদপ্তরে কর্মীরা এবং বাসন্তী থানার পুলিশ।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী ব্লকে ভরতগড় অঞ্চলের ৪ নম্বর গরান বোস গ্রামে বাঘের আতঙ্ক। বাঘ দেখে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা,জাল দিয়ে ঘিরে রাখা ব্যবস্থা করছে বনদপ্তর কর্মীরা ও বাসন্তী থানা পুলিশ। লোকালয়ে বাঘের দেখা। ঘটনা তদন্ত শুরু করছে বনদপ্তরে আধিকারিকরা। সূত্রের খবর বৃহস্পতিবার ১২ টা সময় বাঘ দেখা যায়। গ্রামবাসীদের মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে।