দিনহাটা ১: খালিসা গোসানীমাড়ী এলাকার এক যুবকের দেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালো দিনহাটা থানার পুলিশ
খালিসা গোসানীমাড়ী এলাকার এক যুবকের দেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালো দিনহাটা থানার পুলিশ। বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ দিনহাটা থানার পুলিশ খালিসা গোসানীমাড়ী এলাকার আকাশ কুমার কির্তনীয়া নামের ২০ বছরের এক যুবক বিষ খেয়ে আত্মহত্যা করেন। জানা গেছে ওই যুবক বাড়ীতে বিষ খেয়ে আত্মহত্যা করেন। এদিন দিনহাটা থানার পুলিশ দেহ উদ্ধার করে