কাঁকসা: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে কাঁকসার আন্ডারপাস থেকে ধৃত লরি চালক,আটক লরি
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক লরি চালক কে গ্রেফতার করলো কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।ধৃত চালক বিহারের বাসিন্দা।আটক করা হয়েছে লরি।লরি চালক কে আজ রাত ৯টা নাগাদ কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।জানা গেছে ওই লরি চালক লরি নিয়ে কলকাতা যাওয়ার সময় কাঁকসার আন্ডার পাশ এলাকায় পুলিশের সন্দেহ হলে ট্রাফিক পুলিশের কর্মীরা লরি দাঁড় করিয়ে ওই লরি চালক কে মেশিনের দ্বারা পরীক্ষা করতেই তাকে মদ্যপ অবস্থায় পায়।এর পরেই তাকে গ্রেফতার করে পুলিশ।মূলত জাতীয় সড়কে দুর্ঘট