রঘুনাথপুর ১: রঘুনাথপুরের মা বড়কালী পুজো উপলক্ষ্যে বাজনা সহযোগে শোভাযাত্রার মধ্য দিয়ে কলযযাত্রা
পুরুলিয়ার রঘুনাথপুর শহরের মা বড়কালীর পুজো উপলক্ষ্যে রবিবার সকালে বাজনা সহযোগে কলযযাত্রা বা মঙ্গল ঘট এর আয়োজন করে উদ্যোক্তারা।রবিবার রাত্রে তারা জানান, রঘুনাথপুর শহরের মা বড় কালীর পুজো উপলক্ষ্যে রবিবার শহরের অদূরে একটি জলাশয় থেকে মহিলারা কলসে জল ভর্তি করে বাজনা সহযোগে শোভাযাত্রার মধ্য দিয়ে মায়ের মন্দিরে পৌঁছান। এদিন শোভাযাত্রায় মহিলাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মত।