ভরসন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর একেবারে ভরসন্ধ্যায় আনুমানিক ৬:৩০ নাগাদ ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল হাওড়ার জগৎবল্লভপুর। দ্রুতগতির ঘাতক লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের বড়গাছিয়া লেভেল ক্রসিংয়ের ঠিক সামনে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পণ্যবাহী লরি দ্রুত গতিতে বড়গাছিয়ার দিক থেকে জগৎবল্লভপুরের দিকে যাচ্ছিল।