বাঘমুণ্ডী: প্রায় ৬০ বছর পুরানো সুইসা স্টেশন রেলওয়ে সার্বজনীন কালীমাতার মন্দিরে ভক্তদের ভিড লক্ষ্য করা গেল
প্রায় ৬০ বছর পুরানো সুইসা স্টেশন রেলওয়ে সার্বজনীন কালীমাতার মন্দিরে ভক্তদের ভিড লক্ষ্য করা গেল। সোমবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ বাঘমুন্ডি থানা এলাকার চান্ডিল ও মুরি শাখার অন্তর্গত সুইসা স্টেশন রেলওয়ে সার্বজনীন কালীমাতার মন্দিরে ভক্তদের সমাগম লক্ষ্য করা গেল। এদিন মন্দিরের পূজারী এবং মন্দির কমিটির অন্যতম সদস্যরা জানান প্রায় ৬০ ৬১ বছর ধরে এই মন্দির চত্বরে পূজা হয়ে আসছে। মূলত রেলের অধীনে এই মন্দির চত্বর থাকলেও এলাকাবাসীর সহযোগিতা এবং উদ্যোগে এই পূজা সা