রায়গঞ্জ: কালী পুজো ও ছট পুজোয় রায়গঞ্জ শহরের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিশেষ বৈঠক করল রায়গঞ্জ থানা
কালী পুজো ও ছট পুজোয় রায়গঞ্জ শহরের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিশেষ বৈঠক সারল রায়গঞ্জ থানা। এদিন দুপুরে পৌরসভা পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান এদিনের এই বৈঠকে পুলিশ রায়গঞ্জ পুর কতৃপক্ষ, বিভিন্ন ক্লাব, ফায়ারব্রিগেড সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদেরকে স্পষ্টভাবে জানায়, কি করনীয় নয়, কি করা যাবে ইত্যাদি। কিভাবে কালীপুজোর পুজো মন্ডপগুলো তাঁদের সুরক্ষা ব্যবস্থাপনা করবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।