আলিপুরদুয়ার ১: মাদারিহাটে ১ রাতে হাতির হানায় ৩ জনের মৃত্যু,বন্যায় ঘাস নষ্ট হওয়ায় লোকালয়ে হাতি যাচ্ছে বলে জানালেন জলদাপাড়ার DFO
বুধবার এক রাতে মাদারিহাট ব্লকের তিনজনের মৃত্যু হয় হাতির হানায়।এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।অন্যদিকে বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছে বন দপ্তর।বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ এই বিষয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO পারভিন কাশওয়ান জানান বিভিন্ন লোকালয়ে যে হাতি যাচ্ছে সেই দিকে নজর রয়েছে।