ময়ূরেশ্বর ১: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সরকারি অনুদান ছাড়াই মল্লারপুরে দুর্গা পুজো করছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আজ চতুর্থী । ইতিমধ্যেই শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের বিভিন্ন প্যান্ডেলে পর্যটকদের লাগামছাড়া ভির । বোনেদি বাড়ি অথবা রাজবাড়ীর দূর্গা পূজার পাশাপাশি বিভিন্ন থিমের প্যান্ডেল নিয়ে হাজির ক্লাবের সদস্যরা। তবে সাধারণত সব জায়গায় দুর্গাপুজোর আয়োজন করে থাকেন পুরুষেরা এর পাশাপাশি গৃহবধুরাও পুজোর আয়োজন করেন। তবে আজ দেখাবো বীরভূমের মল্লারপুরের কোড়াপাড়া এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মিলে দুর্গাপুজোর আয়োজন করেছেন।