মাদারিহাট: শুক্রবার বিকেলে বীরপাড়ার গ্যারগান্ডা এবং ডিমডিমা নদীতে ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ সুপার
শুক্রবার বিকেলে বীরপাড়ার গ্যারগান্ডা এবং ডিমডিমা নদীতে শুক্রবার বিকেলে বীরপাড়ার গ্যারগান্ডা এবং ডিমডিমা নদীতে ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। প্রসঙ্গত, গ্যারগান্ডা নদীর তীরে ১০০০ এবং ডিমডিমা নদীর তীরে ৬০০ ঘাট তৈরি করা হয়েছে। এদিন নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখে পুজোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন পুলিশ সুপার। সঙ্গে ছিলেন বীরপাড়া থানার ওসি নয়ন দাস। প্রসঙ্গত ওই দুটি নদীর তীরে ছটপুজোর দুই দিন হাজার