সারেঙ্গার পিরলগাড়ি মোড়ে বুধবার রাত প্রায় আটটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে। হঠাৎ শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, জোরে ধাক্কার ফলে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। তবে ঘটনায় কোনো হতাহতের খবর নেই। দুর্ঘটনার পর কৌতূহলী জনতার ভিড় জমে যায় ঘটনাস্থলে। খবর পেয়ে দ্রুত পৌঁছে সারেঙ্গা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি উদ্ধার করে।