নলহাটি ১: নলহাটি থানার অন্তর্গত জয়পুর গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক আদিবাসী ব্যক্তি
জানা গেছে, আজ দুপুর প্রায় দুটো নাগাদ জয়পুর গ্রামের ব্রাহ্মণী নদীর ঘাটে জাল ফেলে মাছ ধরছিলেন প্রেম হাঁসদা। সেই সময় হঠাৎ করেই জালের মধ্যে জড়িয়ে পড়েন তিনি এবং সেখান থেকেই নদীর জলে তলিয়ে যান। পরে স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করা হলেও, তখনই তিনি মৃত অবস্থায় ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ, নলহাটি ১ নম্বর ব্লকের আধিকারিকরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রামপুর