সাঁকরাইল: অদ্ভুত প্রতিভা! তিন বছর পাঁচ মাস বয়সেই ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ নাম সাঁকরাইলের অভ্রদীপের
বয়স সবে মাত্র তিন বছর পাঁচ মাস। এই বয়সেই যেন প্রতিটি গুণ তার চরিত্রে মিশে আছে। কথা বলার মতো ক্ষমতাও যার পুরোপুরি বিকশিত হয়নি, সেই বয়সেই এমন অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বনপুরা এলাকার খুদে বালক অভ্রদীপ সেন। তার প্রতিভায় আজ মুগ্ধ শিক্ষক থেকে সাধারণ মানুষ—সকলেই।অভ্রদীপ সেন—দেবাশীষ সেন ও নমিতা সেনের ছেলে। বাবা পেশায় অধ্যাপক এবং মা একজন গৃহবধূ। বিভিন্ন দেশ ও রাজ্যের রাজধানী, বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পতাকা বলতে পারে সে।