বর্ধমান ১: বালাম হাট বাঁধ পাড়া এলাকায় নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হল স্থানীয় কাউন্সিলরের কাজে প্রশংসা করলেন বিধায়ক
বর্ধমান পৌরসভা এলাকায় এখনো কিছু কিছু জায়গায় গ্রাম্য পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ২২নং ওয়ার্ডের তেজগঞ্জ বালামহাট বাঁধ পাড়া এলাকায় এখনো দেখা যায় লাল মাটির রাস্তা,গ্রামের রাস্তায় এখন আর কোথাও লাল মাটির রাস্তা নেই অথচ শহরের রাস্তায় এখনো দেখা যাচ্ছে লাল মাটির রাস্তা। এলাকার মানুষজন জানাচ্ছেন দীর্ঘদিন যাবৎ সিপিএমের আমল থেকে এই রাস্তা নির্মাণ হয়নি লালা মাটির রাস্তা হয়ে পড়ে রয়েছে। স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে শুরু হল নতুন রাস্তা নির্মাণের কাজ।