নানুর: নানুরে বিরল প্রজাতির মাছ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! মাছ টি তুলে দিতে চাই বনদপ্তর কে
Nanoor, Birbhum | Oct 30, 2025 ক্যানেলের জলে আসা মাছ কে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল। বিরল প্রজাতির মাছ দাবি করে সেই মাছ টিকে বাড়িতে নিয়ে যান এক ব্যাক্তি। মাছ টি যত্ন সহকারে তার বাড়িতেই রেখে দেন। পরে অবশ্য জানা যায় মাছ টি ককোড্রাইল ফিস।বৃহস্পতিবার এমনই এক ঘটনা ঘটেছে নানুরে বালিয়াড়া গ্ৰামে। ওই মাছ দেখতে এলাকাবাসী'রা ভিড় জমাচ্ছেন ওই ব্যক্তির বাড়িতে।এদিন সন্ধ্যা নাগাদ ওই ব্যক্তি বলেন, মাছ টি আগে কখনও দেখেনি প্রথম এই ধরনের মাছ দেখলাম। বন দপ্তর বা পুলিশ নিতে চাইলে মাছ টি তাঁদের তুলে।