খয়রাশোল: আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া অঞ্চলে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া অঞ্চলের রতনপুর, রসিদপুর ও ইসগড়া বুথ নিয়ে। শিবিরের আয়োজন হয় তাপসস্মৃতী বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক শ্যামল গায়েন, কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের প্রধান কেয়া দাস, অঞ্চল সভাপতি কৈলাস বাউরি ও অঞ্চল সভানেত্রী বাবলি চক্রবর্তী।