অন্ডাল: অন্ডাল স্টেশনে রাজ্য এস টি এফ এর অতর্কিত অভিযান, মিলল বিশাল অস্ত্র ভান্ডার,১০ টি বন্দুক সহ গ্রেফতার ১
রাজ্য এস টি এফ এর অতর্কিত অভিযান, মিলল বিশাল অস্ত্র ভান্ডার ।জানা গেছে এক সপ্তাহ আগেই হানা দেওয়ার কথা ছিল এস টি এফের, অস্ত্র পাচার নিয়ে তক্কে তক্কে ছিল প্রশাসন। তবে এবার দীর্ঘ কয়েক দিন অপেক্ষার পর টানা নজরদারি চালিয়ে এস টি এফ এর বিশেষ বাহিনী অন্ডাল থানা এলাকার অন্ডাল স্টেশন থেকে দশটি বন্দুক সহ আশরাফুল আনসারী ওরফে চানা নামের এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করলো উদ্ধার করা হলো পাচারের আগে সকল আগ্নেয়াস্ত্র বৃহস্পতিবার সকাল ৮ টায়। জানা গেছে এই সকল আগ্নেয়