মানবাজার ১: জল প্রকল্পের পাইপের জলে ধান নষ্ট,মানবাজারে চল্লার মোড়ে পথ অবরোধ স্থানীয়দের
বাড়ি বাড়ি জল সরবরাহের পাইপলাইন ফেটে ধানের জমিতে জল জমে নষ্ট বিঘার পর বিঘার ধান। সেই কারণে মানবাজার পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে চল্লার মোড়ে বিক্ষোভ দেখালো মানবাজার বীরসিংডি গ্রামের বাসিন্দারা। এদিন সকাল থেকে পথ অবরোধ শুরু হয় এখনো এই অবরোধ চলছে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মানবাজার থানার পুলিশ।