ডায়মন্ডহারবার ২: কলাগাছিয়া মোর এলাকায় বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত বাইক চালক
চারচাকা গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হল বাইক চালক ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার থানার কলাগাছিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় চারচাকা গাড়িটি কলকাতা দিক থেকে ডায়মন্ড হারবারের দিকে আসছিল উল্টো দিক থেকে ডায়মন্ডহারবার থেকে কলকাতার দিকে যাচ্ছিল বাইকটি। তখনই মঙ্গলবার দিন সন্ধ্যা ৭ টা নাগাদ চারচাকা গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর যখন হন বাইক চালক। তড়িঘড়ি ওই বাইক চালক কে উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে