মহিষাদল: এক ঘন্টার মধ্যে মহিলার হারিয়ে যাওয়া সোনার গহনা,মোবাইল সহ ব্যাগ ফিরিয়ে দিলো মহিষাদল থানার পুলিশ
মহিষাদল ব্লকের কালিকাকুণ্ড গ্রামের বাসিন্দা সুমিত্রা পাত্র মহিষাদল থানায় এসে জানান যে, তিনি তাঁর পৈতৃক বাড়ি যাওয়ার পথে ভুলবশত একটি হোটেল অথবা টোটোতে সোনার গয়না, মোবাইল ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ ব্যাগটি ফেলে এসেছেন। খবরটি পাওয়ার পর মহিষাদল থানার ভারপ্রাপ্ত অফিসার এক ঘণ্টার মধ্যে উদ্ধার করে।সোমবার বিকাল৩টা পুলিশ সূত্রে জানাযায় চক গাজীপুরের বাসিন্দা সুকুমার সামন্তর টোটোতেই ব্যাগটি রয়ে গিয়েছিল। তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান।