বারুইপুর: সোনারপুরে নাতনি কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার দাদু ভর্তি বারুইপুর মহকুমা হাসপাতালে
পাঁচ বছরের নাতনি দাদুকে জ্বালাতন করতো দাদুর ঘাড়ে পিঠে উঠে বসতো সেই রাগেই পাঁচ বছরের নাতনি কে রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে খুন করলো দাদু ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে আছে সোনারপুর থানায় এলাকার কোদালিয়ার কদমতলা এলাকায়, গ্রেফতার করা হয়েছে ৮১ বছরের দাদু প্রণব ভট্টাচার্য নাতনির দেহ ময়নতন্ত্রে সোনারপুর থানার পুলিশ রবিবার বিকেলে প্রত্যুষা কর্মকার যখন ঘরের বিছানায় ঘুমোচ্ছিল তখন দাদু আচমকায় তাকে কুপথে থাকে বাড়িতে ছিল তখন দিদিমা ও এক পরিচা