সাঁকরাইল: কেশিয়াপাতাতে বিরোধী দল ছেড়ে বহু মানুষজন দলীয় নেতৃত্বরা যোগদান দিলেন তৃণমূল কংগ্রেসে
শনিবার দুপুরে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা হাই স্কুলের কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী। এদিন নবীন-প্রবীণ মিলিয়ে প্রায় ৫৫০ জন কর্মী-সমর্থককে সংবর্ধনা জানানো হয়। বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদের উত্তরীয় ও দুর্গা মায়ের ফটো সেট তুলে দেওয়া হয় দলের পক্ষ থেকে। এদিনের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বিরোধী দলগুলি থেকে বহু মানুষজন তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।