মেদিনীপুর: ছট পুজোর মুহূর্ত শুরু হয়ে গিয়েছে। মেদিনীপুর শহরের নদীঘাট সহ জলাশয় গুলি প্রস্তুতি সারলো পৌরসভা
ছট পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।। মেদিনীপুর সদরে এই পুজোতে সামিল হওয়া লোকজনের জন্য কংসাবতী নদীর দুটি ঘাট সহ শহরের ভেতরে থাকা বিভিন্ন জলাশয় গুলির প্রস্তুতি সম্পন্ন করল মেদিনীপুর পৌরসভা। নিরাপত্তা সুনিশ্চিত করনের সাথে সাথে আলো লাগানো ও অন্যান্য ব্যবস্থা অবলম্বন করেছে বলে জানা গিয়েছে।।