তুফানগঞ্জ ২: প্রতিমা নিরঞ্জন দেখতে এসে মোটর বাইকের ধাক্কায় জোড়াই মোড় এলাকায় আহত ১ তরুণ
ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে হয়েছিল বলে জানা যায়। আহত তরুণের নাম রাফিউল আলী। তারপর এই ছোট গুমা এলাকায়। ওই তরুণ জানান এদিন প্রতিমা নিরঞ্জন দেখতে এসেছিলেন জোরাইমোর এলাকায়। সেই সময় একটি মোটর বাইক এসে তাকে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।