কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর জেলা পকসো আদালতের বিচারক এক ব্যক্তিকে পাঁচ বছরের সাজা ঘোষণা করলেন
এক নাবালিকাকে শীলতা হানির অভিযোগে বুধবার কৃষ্ণনগর জেলা পকসো আদালতের বিচারক এক ব্যক্তিকে পাঁচ বছরের সাজা ও 5000 টাকা জরিমানা অনাদায় আরো ছয় মাসের জেল। ২০২০ সালে এক নাবালিকা কালীগঞ্জ থানার অন্তর্গত দেবগ্রাম এলাকায় একটি মেলাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ওই নাবালিকা তার মার সাথে ফেরার সময় এক ব্যক্তি পুরস্কার দেয়ার নাম করে মেলার ভিতরে গ্রিনরুমে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে শীলতা হানি করেন বলে অভিযোগ।