কলকাতা: কালীপুজোর রাতে নানা অপরাধে শহর থেকে গ্রেফতার ৬৪০, ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৮২ জনকে জরিমানা
কালীপুজোর রাতে শহর ও শহরতলী জুড়ে ব্যাপক শব্দ বাজির দাপট চলে। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ কলকাতা পুলিশ সূত্রের খবর অনুযায়ী, কলকাতা পুলিশ কালীপুজোর রাতে অভিযান চালিয়ে অশোভোন আচরনের দায়ে ৪৫১ জনকে গ্রেফতার করেছে। জুয়া খেলার অপরাধে গ্রেফতার হয়েছে ৬ জন। নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অপরাধে ১৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।