তুফানগঞ্জ ১: সম্প্রীতির ছোঁয়া কলোনিপাড়া কবরস্থানে, একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কবরস্থানে বসলো পানীয় জলের কল
মঙ্গলবার বিকেলে নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমলাকান্ত বর্মন এবং দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের বালাঘাট গ্রামের পঞ্চায়েত সদস্য আনোয়ার হোসেনের উপস্থিতিতে কলোনীপাড়া এলাকায় পানীয় জলের কলটি বসানো হয়। কয়েকদিন আগেই দুই ব্যক্তির করা আর্থিক সহযোগিতায় শ্মশানে পানীয় জলের কল বসানো হয় এবারে উল্টো চিত্র ধরা পরল কবরস্থানে। একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির করা আর্থিক সহযোগিতায় কবরস্থানে বসানো হলো পানীয় জলের কলটি। এতে সম্প্রীতির ছোঁয়া লাগলো কবরস্থানে।