শীতলকুচি: শীতলকুচি কলেজ মোড় সবাই একাডেমির ২২ হাত কালী পূজার প্রতিমা দর্শনে বিধায়ক
বুধবার শীতলকুচি ব্লকের শীতলকুচি কলেজ মোড় সবাই একাডেমির ২২ হাত কালী প্রতিমা দর্শনে এলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন। এদিন তিনি প্রতিমা দর্শন ছাড়াও পঞ্চায়েত সমিতির মাঠের মেলা পরিদর্শন করেন। এছাড়াও এদিন তিনি শীতলকুচির কলেজ মোড় সবাই একাডেমির কালী প্রতিমা দর্শন ছাড়াও লালবাজার এলাকার সানলাইট সংঘ এবং অন্যান্য ক্লাবের প্রতিমা দর্শন করেন ।