বুধবার গভীর রাতে গোপনসূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ পালসিট থেকে চালানবিহীন বালি বোঝাই একটি আঠারো চাকার ডাম্পার চালকসহ আটক করে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত চালককে বৃহস্পতিবার বেলায় বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের নাম সুরজ যাদব। বাড়ি বিহার।