বহরমপুর: ইঁদুরের কামড়ে জখম এক ব্যক্তি চিকিৎসাধীন বহরমপুরMMC&H-এ
মধ্যপ অবস্থায় ঘুমিয়ে থাকার সময় ইঁদুরের কামড়ে যখন সনাতন মন্ডল নামে এক ব্যক্তি, গতকাল রাত্রে বেলডাঙার ঘটনার পর আজ সকালে পরিবারের সদস্যরা থাকে তার জন্য বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য