বিজেপির বুথ লেভেল এজেন্ট দের নিয়ে আজ অর্থাৎ শনিবার কীর্ণাহারে পরোটা গ্ৰামে হয়ে গেল বিশেষ প্রশিক্ষণ শিবির। যেখানে উপস্থিত ছিলেন- নানুর ১নং মণ্ডল সভাপতি তাপস দাস বৈরাগ্য, জেলা কমিটির সদস্য তাপস ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব রা।এদিন ওই প্রশিক্ষণ শিবিরে SIR সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের কাছে কিভাবে সহযোগিতা করা যেতে পারে ও এই শিবির থেকে কি ভাবে SIR নিয়ে নিয়ে জোর দার প্রচার চালানো যেতে পারে মূলত এ নিয়েই ওই বৈঠক বলে জানা গেছে রাত্রি দশটা নাগাদ।