কালীগঞ্জ: শিয়ালদা লালগোলা শাখায় একাধিক রেলগেটে সাবওয়ে নির্মাণের জন্য এলাকা পরিদর্শন করলেন রেলের আধিকারিকরা, উপস্থিত MLA
Kaliganj, Nadia | Oct 30, 2025 শিয়ালদা লালগোলা শাখায় একাধিক রেলগেটে সাবওয়ে নির্মাণের জন্য এলাকা পরিদর্শন করলেন রেলের আধিকারিকরা। বৃহস্পতিবার উপস্থিত ছিলেন কালীগঞ্জের বিধায়িযকা আলিফা আহমেদ। এদিন সাজাপুর, পাগলাচণ্ডী এবং গোবিন্দপুর রেল গেটে সাবওয়ে ব্রিজ নির্মাণের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন বিধায়িকা এবং রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানান, যাতে এই প্রকল্প বাস্তবায়নের সময় সাধারণ মানুষের সমস্যাগুলি যথাযথভাবে বিবেচনা করা হয় এবং দ্রুত কাজ শুরু হয়।