বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের বাড্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়—রাস্তায় জমে থাকা জল আর কাদায় নিত্যদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে জানানো হলেও আজ পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি।