বারাসাত ১: বারাসাত রবীন্দ্র ভবনে INTTUC পক্ষ থেকে অনুষ্ঠিত হলো শ্রমিক সম্মেলন, উপস্থিত রাজ্যসভার সাংসদ
বারাসাত রবীন্দ্র ভবনে INTTUC পক্ষ থেকে অনুষ্ঠিত হলো শ্রমিক সম্মেলন, উপস্থিত রাজ্যসভার সাংসদ উত্তর ২৪ পরগনা জেলায় আজ বারাসাতে বারাসাত রবীন্দ্রভবনের INTTUC পক্ষ থেকে আগামী নির্বাচনকে সামনে রেখে আয়োজন করা হয় না শ্রমিক সম্মেলন ২০২৫। সেদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যসভার সাংসদ তথা INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি। উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদার এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত সাংগঠনিক জেলার INTTUC সভাপতি তাপস দাসগুপ্ত