নানুর: কীর্ণাহার বাসস্ট্যান্ডের বিশ্বকর্মা পুজো উদ্বোধনে সভাধিপতি কাজল সেখ সহ অন্যান্যরা, দিলেন সম্প্রীতির বার্তা
Nanoor, Birbhum | Sep 17, 2025 ঐতিহ্যবাহী বিশ্বকর্মা পুজো কে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠেছে শহর কীর্ণাহার। প্রতি বছরের মতো এবারও শহরের প্রতিটি কোণায় কোণায়, পাড়ায় পাড়ায় দেখা গেল ধুমধামের সাথে চলছে পুজো অর্চনা। বৃষ্টি উপেক্ষা করেই শহরের বাসিন্দারা মেতে উঠেছেন এই উৎসবের আনন্দে।কীর্ণাহারের বিশ্বকর্মা পুজো বীরভূম তথা পার্শ্ববর্তী জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো হিসেবেই পরিচিত।উল্লেখ্য, আজ বুধবার সন্ধ্যায় কীর্ণাহার বাসস্ট্যান্ডে তৃণমূলের শ্রমিক সংগঠনের আয়োজিত পুজোর আনুষ্ঠানিক।