আদিবাসী কুড়মী সমাজের উদ্যোগে পুঞ্চা ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো। শনিবার বিকেল তিনটে থেকে পুঞ্চা ব্লকের কেন্দা থানার অন্তর্গত কুড়ুকতুপা মোড়ে এই মিটিং অনুষ্ঠিত হয়।সূত্র মারফত জানা যায় আগামী দিনে কর্মসূচি সম্পর্কে মিটিং আলোচনা হয়। উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো, পুঞ্চা ব্লক আদিবাসী কুড়মী সমাজের সভাপতি শুলোপানি মাহাতো সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।