বারুইপুর: পুজোর চার দিন এক টাকায় পেট ভরে ভাত, বারুইপুরে
পুজোর চার দিন এক টাকায় পেট ভরে ভাত, বারুইপুরে বারইপুর নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সকলের ভালোবাসায় এবার চতুর্থ বর্ষে আবার এক টাকার বিনিময়ে পেট ভরা ভাত খাওয়ার ব্যবস্থা করা হয়েছ। প্রতিদিন এই এক টাকার বিনিময়ে পেট ভরে ভাত 1000 জনকে দেয়া হবে। আজ শুরু হলো এক হাজার জনের এই ১ টাকার পেট ভরা ভাত খাওয়ার ব্যবস্থা। সেই চিত্র পাবলিক অ্যাপ এর ক্যামেরায় সোমবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ।