রানিগঞ্জ: রানীগঞ্জ বিধানসভায় আসানসোেল পৌর নিগমের ৩৪ নং ওয়ার্ডে সিয়ারশোল হইতে ধর্মরাজ তলা পর্যন্ত রাস্তার শিলান্যাস
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ রানীগঞ্জ বিধানসভায় আসানসোেল পৌর নিগমের ৩৪ নং ওয়ার্ডে সিয়ারশোল মেন রোড হইতে ধর্মরাজ তলা পর্যন্ত ঢালায় রাস্তা আসানসোেল পৌর নিগমের ১১ লক্ষ ৬৯ হাজার টাকার আর্থিক অনুকূল্যে নির্মাণ কার্য্যের শুভ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান মঙ্গলবার বিকেল পাঁচটায়, শুভ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোজাম্মিল হোসেন শাহাজাদা, পৌরপিতা রণজিৎ সিং।