বিশালগড়: অফিসটিলা CPI-M পার্টি অফিসে ৩ দফা দাবি নিয়ে গন অবস্থান
শনিবার দুপুরে বিশালগড় অফিসটিলা সিপিআইএম পার্টি অফিসে তিন দফা দাবি নিয়ে গন অবস্থান করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা, সিপিআইএম প্রাক্তন মন্ত্রী মানিক দে, বিশালগড় সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সহ অন্যান্যরা।